প্রিন্ট এর তারিখঃ Nov 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ Nov 1, 2025 ইং
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আদালত ও রাজপথে আন্দোলন চালিয়ে যাবে আইনজীবী ফোরাম
    
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ময়মনসিংহ জেলা বার ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল  বলেছেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম হচ্ছে আইনের শাসন ও গণতন্ত্র পুনরুদ্ধারের অগ্রভাগের সংগঠন। দেশের মানুষ আজ ন্যায়বিচার থেকে বঞ্চিত, গণতন্ত্র হুমকির মুখে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আইনজীবীদের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিহার্য। আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে আদালত ও রাজপথ, দুই ক্ষেত্রেই সংগ্রাম চালিয়ে যাব।
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ময়মনসিংহ জেলা বার ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন। শনিবার দুপুরে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই সম্মেলনে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ শতাধিক আইনজীবী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ এনায়েতুর রহমান। 
সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ মমরুজুল হাসান জুয়েল সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল (১) আব্দুল জব্বার ভূঁইয়া; যুগ্ম-মহাসচিব মোহাম্মদ আলী, মোঃ সহিদুজ্জামান ও মোঃ আব্দুল্লাহ আল মাহবুব; ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক কে.আর. খান পাঠান; সহ-সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা মুন্নি, এরশাদুল আলম জর্জ, মোঃ মাজহারুল ইসলাম বাবু ও মোঃ জহিরুল হাসান মুকুল; দপ্তর সম্পাদক জিয়াউর রহমান; প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাকসুদ উল্লাহ এবং সহ-প্রচার সম্পাদক মাসুদ রানা।
দ্বি-বার্ষিক এই সম্মেলনকে ঘিরে আইনজীবী সমিতি প্রাঙ্গণে ছিল উৎসবের আমেজ। সকাল থেকেই আইনজীবীরা ব্যানার, ফেস্টুন ও শুভেচ্ছা বার্তাসহ অংশ নেন। পুরো বার ভবনজুড়ে ছিল “আইনের শাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে আইনজীবীদের ঐক্যবদ্ধ ভূমিকা” স্লোগানে মুখর পরিবেশ।
এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।প্রথম প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট নুরুল হক এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ  রেজাউল করিম চৌধুরী।
অন্য প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট আজিজুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এ.এইচ.এম. মাসুদুল আলম খান তান্না।
রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন অনুষ্ঠানের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ এনায়েতুর রহমান। ভোটার সংখ্যা ৩০৫ জন। দুপুর ১২.০০ টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে 
সম্মেলনে বক্তারা বলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দেশের গণতন্ত্র, আইনের শাসন এবং মানবাধিকারের পক্ষে সবসময় সোচ্চার। বর্তমান সরকারের একদলীয় শাসনব্যবস্থায় ন্যায়বিচার ব্যাহত হচ্ছে উল্লেখ করে তাঁরা বলেন, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আদালতপাড়ায় সংগঠনের ভূমিকা আরও শক্তিশালী করতে হবে।
বক্তারা আরও বলেন, জাতির গণতান্ত্রিক অর্জন রক্ষা করতে হলে আইনজীবীদের ঐক্য অটুট রাখতে হবে।
তাঁরা জাতির প্রয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপি নেতৃত্বাধীন গণআন্দোলনকে সফল করতে আইনজীবীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান।
.
 
    
       © সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com